ঈদের আনন্দ সইলো না বাচ্চুর কপালে, বসত ঘর পুড়ে ছাই
উপজেলা সংবাদদাতা
১৮ জুন, ২০২৪, 8:13 PM
উপজেলা সংবাদদাতা
১৮ জুন, ২০২৪, 8:13 PM
ঈদের আনন্দ সইলো না বাচ্চুর কপালে, বসত ঘর পুড়ে ছাই
ঈদুল আজহা কোরবানির আনন্দ সইলো না সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমানের বাচ্চুর কপালে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘরটি। আগুনের তীব্র দাবদাহের ফলে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি স্থানীয়রা। পরে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই অঙ্গার হয়ে গেছে বসত ঘরটি।
সোমবার (১৭ জুন) দিবাগত রাত ৩ টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ রাজাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী স্বজনরা জানান, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (বাচ্চু মেম্বার) এর দুই ভাই ও তাদের স্ত্রী, সন্তানরা রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ৩ টার দিকে রান্না ঘরে আগুন জ্বলতে দেখেন। ডাকচিৎকার করলে বাড়ির লোকজন আগুন নিভাতে চেষ্টা করেন। পরে তা বসত ঘরে ছড়িয়ে পড়ে। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসার আগেই আগুনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, জমির দলিলসহ ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী বাচ্চু মেম্বার।
মঙ্গলবার (১৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ শাহীন মাহমুদ, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, দুমকী থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানান।