ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ২ ট্রলারকে ৫৮ হাজার টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৪,  7:17 PM

news image
কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ২ ট্রলারকে ৫৮ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫ দিনের সামুদ্রিক মৎস্য আহরণের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২ টি ট্রলারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন চ্যানেলে অভিযান চালিয়ে ২০ জন জেলেসহ এফবি আল্লাহর দান ও এফবি সুজন নামে ২টি মাছ ধরার ট্রলার ও তাতে থাকা মাছ জব্দ করে‌।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ টি ট্রলারকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটককৃত জেলেরা ভবিষ্যতে নিষেধাজ্ঞা অমান্য না করার শর্তে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত কিছু মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দান করা হয়। এছাড়া বাকি মাছ ৪৯ হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়। এসময় কলাপাড়া মেরিন ফিশারিজ কর্মকর্তা আশিক উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘মাছসহ দু’টি ট্রলারকে জব্দ করে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মুচলেকা রেখে জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। আমরা এ যাবত নিষেধাজ্ঞা অমান্য করায় বিভিন্ন মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ৯৪ হাজার এবং বরফকল থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের দেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমার বদ্ধপরিকর। এ লক্ষ্যে নিষেধাজ্ঞার শুরু থেকেই আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে।’

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন