কলাপাড়ায় শ্রমিকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
১৬ জুন, ২০২৪, 5:15 PM
নিজস্ব প্রতিনিধি
১৬ জুন, ২০২৪, 5:15 PM
কলাপাড়ায় শ্রমিকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় মোসলেম (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। তবে, লক্ষিপুরের রায়পুর উপজেলায় তার বাড়ি বলে জানা গেছে।
মৃতের সহকর্মী দুলাল জানান, মৃত মোসলেম উপজেলার আলিপুর মৎস্য বন্দরে খোকনের ফিশিং বোডে শ্রমিকের কাজ করতো। রবিবার ভোর বেলা হঠাৎ অসুস্থ হয়ে পরলে প্রথমে তুলাতলী হাসপাতাল পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মোসলেম হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এমনটাই জানিয়েছেন তিনি। তবে, মৃতের বাড়ির ঠিকানা তাদের কারো জানা নেই বলে জানান।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক গোলাম মাওলা বলেন, মৃতের গ্রামের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। স্বজনদের খুঁজে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।