চট্টগ্রামে সংঘর্ষ: আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত
নিজস্ব প্রতিনিধি
০৬ নভেম্বর, ২০২৪, 12:42 PM
নিজস্ব প্রতিনিধি
০৬ নভেম্বর, ২০২৪, 12:42 PM
চট্টগ্রামে সংঘর্ষ: আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত
চট্টগ্রামে ফেসবুকে ধর্মীয় পোস্ট শেয়ারকে কেন্দ্র করে হাজারী গলিতে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। আহতদের মধ্যে ৬ জন পুলিশ এবং ৬ জন সেনা সদস্য রয়েছেন। এসময় দুর্বৃত্তরা সেনাবাহিনীর একটি জিপ ও একটি পিকআপ ভাংচুর করে।
জানা গেছে, হাজারী গলির এক দোকানদার ফেসবুকে ইসকন সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করলে স্থানীয় কিছু তরুণ যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই দোকানদারের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দোকানদারকে উদ্ধার করে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ জানান, দোকানদারকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
যৌথবাহিনীর সদস্যরা তাকে হস্তান্তরে রাজি না হলে বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর এসিডের মতো কেমিক্যাল নিক্ষেপ করে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর হাজারী গলিসহ নগরীর বিভিন্ন মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আটককৃতদের মোবাইল ফোনে মন্দিরে ভাঙচুর চালানোর নির্দেশনা সম্বলিত স্ক্রিনশট পাওয়া গেছে।