ঢাকা ১৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

বাবুগঞ্জে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি

#

উপজেলা সংবাদদাতা

১৬ মে, ২০২৪,  11:17 PM

news image

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনাটি ঘটেছে ১৫ মে বুধবার দিবাগত রাতে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ মে বৃহস্পতিবার ভোরে চাঁদপাশা ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ রাব্বি ঘুম থেকে জেগে দেখতে পান তার রুমের দরজা বাহির থেকে বন্ধ। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার তালার ছিটকানি ভাঙ্গা। পরে ভিতরে প্রবেশ করে দেখতে পান ভিতরে ১৫ টি সরকারি ল্যাপটপ নেই। তাৎক্ষণিক  বিষয় টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম কে অবহিত করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম বলেন, সকাল ৬ টার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী মাধ্যমে জানতে পারি শেখ রাসেল ডিজিটাল ল্যানের ১৫ টি ল্যাপটপ চুরি হয়েছে। বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষণিক বিদ্যালয়ের ম্যামেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস কে অবহিত করি। পরে ম্যানেজিং কমিটির সভাপতির সাথে আলাপ করে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করি। এমনকি বিষয় টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান স্যার কে ও অবহিত করা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস জানান, চুরির ঘটনা আমাকে প্রধান শিক্ষক টেলিফোনে অবহিত করেছেন। তবে ঘটনার দিন রাতে বিদ্যালয়ের হল রুমে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা চলছিল, যা প্রধান শিক্ষক আমাকে অবহিত না করেই অনুমতি দেন। বিষয়টি কোন ভাবেই সমর্থন যোগ্য নয়। তবে চুরির বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন