ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বামনায় প্রতীক পেয়েছেন ৩ চেয়ারম্যান ও ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা

#

উপজেলা সংবাদদাতা

১৪ মে, ২০২৪,  11:43 PM

news image

৬ষ্ঠ উপজেলা পরিষদ এর তৃতীয় ধাপে বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় বরগুনা জেলা রিটার্নী কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এতে উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে এ উপজেলায় নির্বাচন করবেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি পেয়েছেন আনারস প্রতীক।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতীক পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার (টিয়াপাখী), সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (টিউবওয়েল), বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসেন মহারাজ (উড়োজাহাজ), বামনা উপজেলা আওয়ামী যুবলীগ এর সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম সারওয়ার (চশমা), মো. শাহাদাৎ হোসেন (রাজু) জোমাদ্দার (মাইক), উপজেলা সৈনিক লীগ সভাপতি ও সাবেক সেনাবাহিনী কর্মকর্তা (সার্জেন্ট) মো. আলমগীর হোসেন খান (বই) ও ব্যবসায়ি মো. আল-আমিন হাওলাদার (তালা)।  

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক- রুমি খানম (হাঁস), সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজু (কলস), মহিলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মাৎ মাজেদা খাতুন ডলি (ফুটবল)।

জানাগেছে, আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে তৃতীয় ধাপেই রয়েছে বামনা উপজেলা পরিষদ নির্বাচন। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা-৬৬, ৪৪৪ জন।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন