বামনায় প্রতীক পেয়েছেন ৩ চেয়ারম্যান ও ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা
উপজেলা সংবাদদাতা
১৪ মে, ২০২৪, 11:43 PM
উপজেলা সংবাদদাতা
১৪ মে, ২০২৪, 11:43 PM
বামনায় প্রতীক পেয়েছেন ৩ চেয়ারম্যান ও ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা
৬ষ্ঠ উপজেলা পরিষদ এর তৃতীয় ধাপে বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় বরগুনা জেলা রিটার্নী কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এতে উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে এ উপজেলায় নির্বাচন করবেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি পেয়েছেন আনারস প্রতীক।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতীক পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার (টিয়াপাখী), সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (টিউবওয়েল), বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসেন মহারাজ (উড়োজাহাজ), বামনা উপজেলা আওয়ামী যুবলীগ এর সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম সারওয়ার (চশমা), মো. শাহাদাৎ হোসেন (রাজু) জোমাদ্দার (মাইক), উপজেলা সৈনিক লীগ সভাপতি ও সাবেক সেনাবাহিনী কর্মকর্তা (সার্জেন্ট) মো. আলমগীর হোসেন খান (বই) ও ব্যবসায়ি মো. আল-আমিন হাওলাদার (তালা)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক- রুমি খানম (হাঁস), সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজু (কলস), মহিলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মাৎ মাজেদা খাতুন ডলি (ফুটবল)।
জানাগেছে, আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে তৃতীয় ধাপেই রয়েছে বামনা উপজেলা পরিষদ নির্বাচন। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা-৬৬, ৪৪৪ জন।