হাঁসে মুগডাল ক্ষেত ক্ষতি করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি
০৫ মে, ২০২৪, 4:13 AM
নিজস্ব প্রতিনিধি
০৫ মে, ২০২৪, 4:13 AM
হাঁসে মুগডাল ক্ষেত ক্ষতি করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
বরগুনার বামনায় ফসলী জমিতে আবাদ করা মুগডাল হাঁসে নস্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক পক্ষ বামনা থানায় মামলা দায়ের করলে মামলার বাদীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে ওই মামলার আসামীরা। গুরুতর আহত মামলার বাদী মো. ইউনুস হাওলাদারকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। শনিবার(২০ এপ্রিল) সকালে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিন রামনা গ্রামে এই ঘটনাটি ঘটে।
এর আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ফসলী জমিতে আবাদ করা মুগডাল হাঁসে নস্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, মো. ইউনুস হাওলাদার (৪৫) তার স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও মেয়ে হাসি (২৫) এছাড়াও অপর পক্ষের আহতরা হলেন, হালিম হাওলাদার (৫০), আপং হাওলাদার (২৫) ও দুলাল হাওলাদার (৩২)।
সংঘর্ষের ঘটনায় মো. ইউনুস হাওলাদার প্রতিপক্ষ ১৩ জনকে আসামি করে বামনা থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে আহত অপর পক্ষ এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করেন নি। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, দক্ষিন রামনা গ্রামের হালিম হাওলাদার(৫০) ও ইউনুস হাওলাদার(৪৫) প্রতিবেশী নিকট আত্মীয়। ইউনুস হাওলাদারের বাড়ীর পাশে হালিম হাওলাদারের মুগডাল ক্ষেত পালিত হাঁসে নষ্ট করা নিয়ে বাকবিতান্ডায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় প্রতিপক্ষরা ইউনুস হাওলাদারের বসতঘরে ভাংচুর চালায় এবং একটি অটো রিক্সা ও একটি মাড়াই মেশিন পুকুরে ফেলে দেয়। এদিকে ইউনুস হাওলাদার বামনা থানায় প্রতিপক্ষের ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করায় শনিবার সকালে তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে আসামীরা।
বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কান্তি মন্ডল জানান, সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে এক পক্ষ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনাটি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।