ঢাকা ১৭ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুশীলনে যোগ দিলেন বাটলারের বিদ্রোহী ফুটবলাররা সারাদেশে সরকারি ফার্মেসি চালু হচ্ছে: কম দামে ওষুধ পাবে সাধারণ মানুষ বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত তালতলীতে নয়াদিগন্ত সাংবাদিকসহ ৩ সাংবাদিকের উপর হামলা

বিসিসি’র মেয়রকে নিয়ে অপপ্রচার, যুবলীগ নেতা গ্রেপ্তার

#

অনলাইন ডেস্ক

৩০ মে, ২০২৪,  11:13 PM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ যুবলীগ নেতা মাসুদ সিকদারকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপন্থী ওই যুবলীগ নেতাকে বুধবার (২৯ মে) দিবাগত গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে থানায় সাইবার আইনে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে জানা গেছে, মাসুদ সিকদার তার ব্যক্তিগত ফেসবুকে বরিশাল সিটি করপোরেশন এবং মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচার চালিয়েছে। সেই সব ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

সূত্রে আরও জানা গেছে, মাসুদ সিকদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে হলেও তিনি সম্প্রতি পার্শ্ববর্তী কলসকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করে পরাজিত হন। তার (মাসুম) বিরুদ্ধে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়াও সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই মামলাটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত দুইদিন আগে মাসুদ সিকদার তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেলো, বরিশাল সিটি করপোরেশন অভিভাবক শূন্য’ যার সাথে কান্নার ইমোজি ব্যবহার করা হয়।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন