ঢাকা ১৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

বিসিসি’র মেয়রকে নিয়ে অপপ্রচার, যুবলীগ নেতা গ্রেপ্তার

#

অনলাইন ডেস্ক

৩০ মে, ২০২৪,  11:13 PM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ যুবলীগ নেতা মাসুদ সিকদারকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপন্থী ওই যুবলীগ নেতাকে বুধবার (২৯ মে) দিবাগত গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে থানায় সাইবার আইনে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে জানা গেছে, মাসুদ সিকদার তার ব্যক্তিগত ফেসবুকে বরিশাল সিটি করপোরেশন এবং মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচার চালিয়েছে। সেই সব ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

সূত্রে আরও জানা গেছে, মাসুদ সিকদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে হলেও তিনি সম্প্রতি পার্শ্ববর্তী কলসকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করে পরাজিত হন। তার (মাসুম) বিরুদ্ধে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়াও সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই মামলাটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত দুইদিন আগে মাসুদ সিকদার তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেলো, বরিশাল সিটি করপোরেশন অভিভাবক শূন্য’ যার সাথে কান্নার ইমোজি ব্যবহার করা হয়।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন