ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিল্টন সমাদ্দারের বিষয়ে বাড়তি চাঞ্চল্যকর তথ্য: ডিবি

#

অনলাইন ডেস্ক

০৭ মে, ২০২৪,  11:47 PM

news image

মিল্টন সমাদ্দারের বিষয়ে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। সোমবার (৬ মে) ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান এসব কথা জানান।  

হারুন অর রশিদ জানান, মিল্টন সমাদ্দার মাদক সেবন করে আশ্রমে বৃদ্ধ ও বৃদ্ধাদের ব্যাপকভাবে মারধর করতেন। এই বিষয়টি ডিবির কাছে তিনি স্বীকার করেছেন।

এছাড়া প্রতারণা করে মিল্টন সমাদ্দার অনেক টাকা ব্যাংকে জমা করেছেন বলেও জানান গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তা। তবে মানব পাঁচারের ঘটনায় এখনো কোনো ক্লু পাওয়া যায়নি বলে জানান ডিবির হারুন।  

এদিকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে থাকা বৃদ্ধ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের দায়িত্ব নিচ্ছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। ডিবির কাছে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আগ্রহ প্রকাশ করলে সাময়িকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

ডিবির হারুন জানান, সাময়িকভাবে আশ্রমটির সব দায়িত্ব দেয়া হয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে। এরইমধ্যে আশ্রমের বাসিন্দাদের দেখভালের জন্য একজন চিকিৎসক নিয়োগের নির্দেশনাও দিয়েছে ডিবি। এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে ফাউন্ডেশন।

আর আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার জানান, মামলা তদন্তাধীন থাকায় আপাতত মিল্টনের আশ্রমে রেখেই সবার সেবা নিশ্চিত করা হচ্ছে।

গত বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন