রিমালের ক্ষতিগ্রস্ত কুয়াকাটায় ত্রান নিয়ে বিএনপি
নিজস্ব প্রতিনিধি
০৬ জুন, ২০২৪, 8:49 PM
নিজস্ব প্রতিনিধি
০৬ জুন, ২০২৪, 8:49 PM
রিমালের ক্ষতিগ্রস্ত কুয়াকাটায় ত্রান নিয়ে বিএনপি
পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলীয় এলাকার ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সাগরকন্যা কুয়াকাটার পশ্চিম খাজুরা ৬০ ঘর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে হোটেল সমুদ্রবাড়ি মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী সোহেল।
এসময় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল সহ নিত্য সামগ্রী বিতরণ করেন। এই ত্রাণ সামগ্রী বিতরণে এছাড়াও উপস্থিত ছিলেন, এবিএম মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আকন কুদ্দুসুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল হক নান্নু সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মুনির হোসেন সহ দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি, হাসান মামুন সদস্য, হায়দার আলী লেলিন সদস্য, মোঃ দুলাল হোসেন সদস্য, কেন্দ্রীয় বিএনপি। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব, স্নেহাংশু সরকার কুট্টি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।