সোনাবুল্ল্যাহ মোহাম্মদ ফাউন্ডেশন এর কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি
০৫ অক্টোবর, ২০২৪, 3:58 PM
নিজস্ব প্রতিনিধি
০৫ অক্টোবর, ২০২৪, 3:58 PM
সোনাবুল্ল্যাহ মোহাম্মদ ফাউন্ডেশন এর কমিটি গঠন
সোনাবুল্ল্যাহ মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে দুই বছরের জন্য ওমর ফারুক চৌধুরীকে সভাপতি ও রবিউল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় প্রয়াত সোনাবুলার নিজ বাসভবনের হলরুমে বসে ২০২৪/২৫ সালের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়।
সোনাবুল্ল্যাহ মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা ও সোনাবুলার ছেলে মো. আব্দুস সোবহান তার বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার বাবা জীবিত থাকাকালীন সময়ে এই দেশ তথা সমাজের মানুষের জীবনমান উন্নয়নের তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন তাই তার এই ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা সমাজের অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে যাব।
সোনাবুল্ল্যাহ মোহাম্মদ ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মো. ওমর ফারুক হোসাইন চৌধুরী বলেন, আমরা এই ফাউন্ডেশন এর মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো। সাথে সাথে সমাজের সকল বিত্তবানদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ১নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার হক, ২নং কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মস্তফা, ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাইদুর রহমান, মো. জয়নাল আবেদীন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ফরিদা বেগম, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজম রেহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।