৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন ট্রাফিক পুলিশ কনস্টেবল
জেলা সংবাদদাতা
১৪ মে, ২০২৪, 10:36 PM
জেলা সংবাদদাতা
১৪ মে, ২০২৪, 10:36 PM
৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন ট্রাফিক পুলিশ কনস্টেবল
রাজশাহীর বাঘায় ৫৭ বছর বয়সে পুলিশ কনস্টেবল আবদুস সামাদ এসএসসি পাস করেছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১২ মে প্রকাশিত ফলাফলে তিনি পাশ করেছেন। আবদুস সাসাদ বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের মৃত গুলবাহার সরদারের ছেলে।
জানা গেছে, ১৯৮৭ সালে আবদুস সামাদ দশম শ্রেণিতে লেখাপড়ার সময় পুলিশের চাকরিতে যোগ দেন। এরপর লেখাপড়া আর হয়নি। ৩৭ বছর পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন তার বাড়ির পাশে লালপুর উপজেলার মোহরকয়া নতুন পাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৪.২৫ পেয়ে এসএসসি পাস করেন। ৫৭ বছর বয়সে এসে এমন সাফল্যে পরিবারের পাশাপাশি গ্রামের ও সহকর্মীরা আনন্দিত হয়েছেন।
এ বিষয়ে আবদুস সামাদ বলেন, দুই বছর আগে স্ত্রী-সন্তানের উৎসাহে সিদ্ধান্ত নিয়ে মোহরকয়া নতুন পাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হয়। এখানে নবম শ্রেণি বোড় সমাপনী পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়। এরপর এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে পাশ করেছি। আগামী ২০২৬ সালের জানুয়ারীতে অবসরে যাব।
সামাদের স্ত্রী ফাতেমা বেগম বলেন, সারা দিন ডিউটি করে রাত ১২টার দিকে বাসায় ফিরে ঘরে আলো জ¦ালিয়ে বই খুলে পড়াশোনা করছেন। পড়াশোনাকে খুব গুরুত্বভাবে নিয়েছিলেন। এ কারণে ভালো ফল করতে পেরেছেন। আমাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে শামিম আহম্মেদ ঢাকায় একটি কম্পানিতে কর্মরত রয়েছে। ছোট ছেলে সিহাব আহম্মেদ পাবনা সরকারি পলেটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী। মেয়ে সীমা খাতুন বিবিএ পাস করার পর বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সে বগুড়া ট্রাফিক পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে।
এ বিষয়ে গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, আমার গ্রামের তার বাড়ি। এ বয়সে তার সাফল্যের কথা শুনে নিজেকে খুব ভাল গেলেছে। তাই ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়, তা প্রমাণ করেছেন আবদুস ছামাদ। তার এ সাফল্যে প্রমাণ হয়েছে, শিক্ষার কোনো বয়স নেই।